প্রশ্ন: মান্নতের রোযার সঙ্গে কী যিলহজ্ব মাসের প্রথম দশকের নফল রোযার নিয়ত করা যাবে?
بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله
উত্তর: রোযার ক্ষেত্রে একই সঙ্গে একই বিষয়ে দুই নিয়ত করা যাবে না৷ হয়ত আপনি আপনার কৃত মান্নতের ওয়াজিব রোযা আদায় করবেন৷ নতুবা যিলহজ্ব মাসের প্রথম দশকের নফল সিয়াম পালন করবেন৷ যে কোনো একটি নির্দিষ্ট করে রাখতে হবে৷
কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-
يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا
অর্থ: তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী। (সূরা দাহর: ৭)
হাদীসে বর্ণিত হয়েছে-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللهَ فَلْيُطِعْهُ وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ
অর্থ: আয়িশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার নযর মানে, সে যেন তার আনুগত্য করে (পুরা করে) এবং যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করার নযর মানে, সে যেন (তা পুরণ না করে এবং) তাঁর অবাধ্যতা না করে। (সহীহ বুখারী হাদীস ক্রম: ৬৬৯৬)
وَمَتَى نَوَى شَيْئَيْنِ مُخْتَلِفَيْنِ مُتَسَاوِيَيْنِ فِي الْوَكَادَةِ وَالْفَرِيضَةِ، وَلَا رُجْحَانَ لِأَحَدِهِمَا عَلَى الْآخَرِ بَطَلَا، وَمَتَى تَرَجَّحَ أَحَدُهُمَا عَلَى الْآخَرِ ثَبَتَ الرَّاجِحُ
অর্থ: যখন দুটি ভিন্ন বিষয়ের নিয়ত করা হয়, যার গুরুত্ব ও ফরয হওয়ার ক্ষেত্রে সমান হয়৷ এবং একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া সম্ভব না হয়, তাহলে দুটো আমলই বাতিল হয়ে যাবে৷ আর যখন একটার উপর আরেকটিকে প্রাধান্য দেওয়া হবে, তখন প্রাধান্যপ্রাপ্তটাই সাব্যস্ত হবে৷ (ফাতাওয়া আল-হিন্দিয়া: ১/১৯৬)
وإن نوى النذر المعين والتطوع ليلاً أو نهاراً أو نوى النذر المعين، وكفارة من الليل يقع عن النذر المعين بالإجماع
অর্থ: আর যদি নির্দিষ্ট মান্নতের ও নফল রোযার নিয়ত করা হয় দিনে অথবা রাতে অথবা নির্দিষ্ট মান্নতের ও কাফফারার নিয়ত করা হয় রাতে, তাহলে সর্বসম্মতভাবে নির্দিষ্ট মান্নতের রোযা আদায় হবে৷
ولو نوى قضاء رمضان والتطوع كان عن القضاء في قول أبي يوسف رحمه الله.
অর্থ: যদি রামাযানের কাযা এবং মুল রোযার নিয়ত করা হয়, তাহলে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে কাযা আদায় হবে৷ (আল-বাহরুর রায়িক: ২/২৯৯)
তাই প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে আপনার শুধু মান্নতের রোযা আদায় হবে৷ তবে পৃথকভাবে যিলহজ্বের রোযার নিয়ত করলে যিলহজ্বের নফল হিসেবেই গণ্য হবে৷
واللہ تعالٰی أعلم بالصواب.
উত্তর প্রদানে-
মুফতি জিয়াউর রহমান
Leave a Reply