নারীর জন্য জবের জায়গায় নামায পড়া কষ্টকর হলে করণীয়

প্রশ্ন: আমি একজন নারী, দ্বীন মেনে চলার চেষ্টা করি, পর্দা করি। কিন্তু জীবিকার তাগিদে বাইরে জব করতে হয়। এ ক্ষেত্রে বাইরে নামায আদায় করা কঠিন হয়ে যায়। আমার করণীয় কী?

بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله

উত্তর: নারীদের জন্য বাইরের পরিবেশ বড়ই ঝুঁকিপূর্ণ৷ নিজের ফরয ইবাদত ও ফরয পর্দা রক্ষার ক্ষেত্রে বড়ই প্রতিকূল৷ তাই দুআ করি আল্লাহ তাআলা আপনার জন্য ঘরে বসেই উত্তম ও হালাল রিযিকের ব্যবস্থা করে দিন৷ যাতে বাইরের কষ্টকর ও আমলের ক্ষেত্রে ক্ষতিকর পরিবেশ থেকে মুক্তি পেয়ে যান৷

আপনি পরিস্থিতির শিকার হয়ে দ্বীন পালনে প্রতিকূল পরিবেশে থেকে জব করছেন৷ ব্যাপারটি নিয়ে আপনি নিজেও কষ্ট পাচ্ছেন৷ আপনার জন্য সমবেদনা রইল৷

পর কথা হলো, প্রত্যেক মুমিনের জন্য যথাসময়ে নামায আদায় করা ফরয৷ স্বাভাবিক অবস্থায় কোনো উযর ছাড়া নামায কাযা করা জায়েয নয়৷ পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-

إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

অর্থ: নিঃসন্দেহে মুমিনদের প্রতি নামায অপরিহার্য রয়েছে, যার সময়সীমা নির্ধারিত। (সূরা নিসা ১০৩)

আপনি যদি ঠেকায় পড়ে জবটা করতেই হয়, তাহলে যথাসাধ্য চেষ্টা করতে হবে সময়মত নামাযগুলো আদায় করতে৷ এক্ষেত্রে গাড়ীতে থাকা আপনার কলিগদের উচিত ছিলো সময়মত নিজেরা নামায আদায় করা এবং আপনাকেও নামাযের জন্য সুযোগ দেয়া৷ কিন্তু দুঃখজনকভাবে তারা তো নামায পড়েই না, আপনাকেও সময়মত নামায আদায় করতে বাধা দেয়৷ দুআ করি আল্লাহ তাদের বুঝ দান করুন৷

যদি কোনো উপায়ান্তর না থাকে, তাহলে গাড়ীর সিটে বসে ইশারায় নামায আদায় করে নিবেন৷ পরবর্তীতে ঘরে গিয়েই এই নামায পুনরায় পড়ে নিবেন
مسافر لا يقدر علي الأرض يصلي بالإيماء إذا خاف فوت الوقت.
অর্থ: কোনো মুসাফির যদি জমিতে (নেমে) নামায আদায়ে সক্ষম না হয়, তাহলে ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা হলে ইশারায় নামায আদায় করবে৷ (রদ্দুল মুহতার: ২/৪১)

الأسير في يد العدو إذا منعه الكافر عن الوضوء والصلاة يتيمم ويصلي بالإيماء ثم يعيد إذا خرج
অর্থ: শত্রুর হাতে বন্দী ব্যক্তিকে যদি ওযু এবং নামায থেকে বাধা দেয়, তাহলে তায়াম্মুম করে ইশারায় নামায আদায় করবে, এরপর এই নামায পুনরায় আদায় করবে৷ (আল-বাহরুর রায়িক: ১/২৪৮)

صلي الفرض في فلك جار قاعدا بلا عذر صح لغلبة العجز وأساء وقالا لا يصح إلا بعذر وهو الأظهر برهانا
অর্থ: কেউ উজর ছাড়া চলন্ত নৌকাতে ফরয নামায পড়ল, তাহলে অক্ষমতা প্রবল হওয়ার কারণে তার নামায সহীহ হয়ে যাবে৷ তবে সে ঠিক করে নি৷ সাহিবাইন বলেন: উজর ছাড়া এরকম পড়লে সহীহ হবে না৷ আর দালিলিকভাবে এটা তো সুস্পষ্ট বিষয়৷ (আদ্দুররুল মুখতার: ২/২০৬)

দুআ করি আল্লাহ তাআলা আপনার বিষয়টি সহজ করে দিন৷ ঘরে বসে সম্মানজনক রিযিকের ব্যবস্থা করে দিন৷ আমীন৷

واللہ تعالٰی أعلم بالصواب.

উত্তর প্রদানে—মুফতি জিয়াউর রহমান

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *