প্রশ্ন: ইফতারের সময় রোযাদারের দুআ কবুল হয় মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, তা কী শুধু ফরয রোযার ক্ষেত্রে প্রযোজ্য? নাকি নফল রোযাদারের দুআও ইফতারের কবুল হয়?
উত্তর: ইফতারের সময় রোযাদারের দুআ কবুল হয় মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, সেখানে নির্দিষ্ট করা হয় নি যে, শুধু ফরয রোযাদারের দুআ কবুল হবে, বরং হাদিসের ভাষ্য ব্যাপক। ফরয ও নফল উভয় রোযাই এখানে শামিল। হাদিসের বক্তব্য খেয়াল করুন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন-
إن للصائم عند فطره لدعوة ما ترد
অর্থ: নিশ্চয়ই রোযাদারের জন্য ইফতারের সময় এমন এক দুআ আছে, যা ফিরিয়ে দেয়া হয় না। (ইবনু মাজাহ: ১/৫৫৭)
দেখুন, এখানে ফরয রোযা বা রামাযানের রোযা বলা হয় নি। শুধু রোযাদার বলা হয়েছে। তাই হাদিসের বক্তব্যকে আম হিসেবে গ্রহণ করে ফরয ও নফল সকল রোযাদারের ক্ষেত্রেই এই অর্থ গ্রহণ করা হবে।
Leave a Reply