প্রশ্ন: কেউ যদি যাকাতের পরিমান ভুল হিসাব করে আদায় করে ফেলে এবং আদায়কৃত যাকাতের পরিমান যদি আসল যাকাত থেকে বেশী হয়, তবে কি তা ভুল হিসেবে বিবেচিত হবে?
ধরা যাক, গত ১ বছরের হিসাবে আমার যাকাতের পরিমান ৩০,০০০ টাকা। কিন্তু ভুল হিসাবের কারণে আমি ৩৫,০০০ টাকা যাকাত আদায় করেছি। নির্ধারিত পরিমানের অধিক আদায় করাতে কি আমার ভুল হয়েছে? যদি ভুল না হয়, তবে কি পরবর্তী বছর আমি নির্দিষ্ট পরিমানের ৫০০০ টাকা কম আদায় করতে পারবো?
উত্তর: যেহেতু কম দেয়া হয় নি, বেশি দেয়া হয়েছে, তাই হিসাব ভুল হলেও যাকাত আদায় হয়ে গেছে৷
এখন প্রশ্ন রইল অতিরিক্ত ৫ হাজারের৷ এই অতিরিক্ত টাকাগুলো পরের বছরের যাকাতে যোগ হবে৷
ولو مر بأصحاب الصدقات فأخذوا منه اكثر مما عليه ظنا منهم أن ذلك عليه لما أن ماله أكثر يحتسب الزيادة للسنة الثانية.
(المحيط البرهانى: ٣/٢٢٦)
“যদি যাকাত উসুলকারী যদি যাকাত দাতার কাছ থেকে (শরীয়ত) নির্ধারিত পরিমাণের বেশি উসুল করে নেয়, এই ধারণা করে যে, মনে হয় অতিরিক্ত এইটুকুও তার উপর যাকাত আসে, তাহলে অতিরিক্ত যা উসুল করা হয়েছিল, তা পরের বছরের যাকাতে গণ্য হবে৷” (আল-মুহীত: ৩/২২৬)
সেই হিসেবে এই ৫ হাজার টাকা পরের বছরের যাকাতের হিসাবে যোগ হবে৷
والله تعالى أعلم.
উত্তর প্রদানে- মুফতি জিয়াউর রহমান
Leave a Reply