৫ মিনিট পূর্বে মুআযযিন সাহেব আযান দেওয়ার কারণে সবাই ইফতার করে ফেলেছে

প্রশ্ন: মুআযযিন সাহেব ভুলে ইফতারের ৫ মিনিট পূর্বে আযান দিয়ে ফেলেছেন। এলাকার সবাই আযান শুনে ইফতার করে ফেলেছে। এই রোযার বিধান কী?

উত্তর: নির্ধারিত সময়ের ৫ মিনিট পূর্বে ইফতার করার কারণে সবার রোযা ফাসিদ হয়ে যাবে। ঈদের পর সবাই একটি করে রোযা কাযা করবেন। যেহেতু ভুলবশত হয়েছে, তাই কাফফারা লাগবে না।

কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন-‍
ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ
অর্থ: তারপর রাতের আগমন পর্যন্ত রোযা পূর্ণ কর। (সূরা বাকারা: ১৮৭)

আল-হেদায়া কিতাবে (১/১২৬) এসেছে-

أو أفطر وهو يرى أن الشمس قد غربت فإذا هي لم تغرب ۔۔۔ و عليه القضاء
অর্থ: … অথবা ইফতার করে ফেলেছে এই ধারণা করে যে, সূর্য অস্ত গিয়েছে, অথচ তখনও অস্ত যায় নি। তার উপর এই রোযার কাযা আবশ্যক।

রদ্দুল মুহতারে এসেছে-

تسحر أو أفطر يظن اليوم) الوقت الذي أكل فيه (ليلاٍ و) الحال أن (الفجر طالع و الشمس لم تغرب) ….. (قضی فقط). (رد المحتار: 4/ 436)
উল্লেখ্য, ইফতার করা কিংবা সাহরি খাওয়া বন্ধ করা আযান হওয়া না হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। টাইম দেখে ইফতার করবেন, টাইম দেখে সাহরি খাওয়া বন্ধ করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *