হজ্বের সময় মিনায় রাত্রিযাপন করতে না পারলে কী হবে?

প্রশ্ন: আসসালামু আলাইকুম ভাই। একটি বিষয়ে আপনার জরুরী মতামত জানা প্রয়োজন।

গুরুতর শারীরিক অসুস্থতার কারণে ১০ এবং ১১ জিলহজ আমি মিনার তাবুতে রাত্রি যাপন করতে পারিনি। যদিও মোয়াল্লেমের সহযোগিতায় হুইলচেয়ারের মাধ্যমে জামারাতে পাথর মারতে পেরেছি এবং আজকেও যাব ইনশাআল্লাহ।

আমার স্ত্রী শারীরিকভাবে সুস্থ কিন্তু সাথে মাহারম না থাকার কারণে উনি একাকী মিনায় রাত্রি যাপন করতে যাননি।

এক্ষেত্রে কি আমাদের হজের কোন কমতি অথবা ঘাটতি হয়েছে কিনা এবং হয়ে থাকলে সেটি পূরণ করার জন্য আমাদের করণীয় কি জানাবেন প্লিজ।

উত্তর: মিনায় রাত্রিযাপন করা সুন্নাত। বিনা কারণে মিনায় রাত্রিযাপন না করা হোটেল বা অন্য কোথাও থাকা খেলাফে সুন্নাত ও মাকরুহ। প্রশ্নে বর্ণিত বিবরণ মতে আপনি ও আপনার স্ত্রী ওজরের কারণে মিনায় রাত্রিযাপন করতে পারেন নি বিধায় আপনাদের জন্য ব্যাপারটি মাকরুহও হবে না। দম, সাদাকা কোনো কিছুই ওয়াজিব হবে না।

ویکره أن لایبیت بمنی لیال الرمی، ولو بات في غیره متعمداً لایلزمه شيءٌ عندنا”. ( التاتارخانیة 2/466)
فقط واللہ اعلم

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *